ভাব আছে যার গায় গানের লিরিক্স | গানের লিরিক্স | Vab ache jar gay lyrics

Table Of Contents গানের লিরিক্স প্রিয় দর্শক,আজকে আমরা আলোচনা করব ভাব আছে যার গায় গানের লিরিক্স নিয়ে আলোচনা করব। গানের লিরিক্স জানা থাকলে আপনি ও কোনো গান গাইতে পারবেন।ভাব আছে যার গায় বর্তমান সময়ের জনপ্রিয় একটি গান।তাই আমরা ভাব আছে যার গায় গানের লিরিক্স আপনাদের দিচ্ছি। যা থেকে আপনার প্রিয় গানটি আপনিও গাইতে পারেন। ভাব আছে যার গায় গানের লিরিক্স গানঃ ভাব আছে যার গায় কথা ও সুরঃ ভিক্ষু সাধু ফকির ভাব আছে যার গায় , দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তার পোড়ারে। ভবেরি ঘরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। মক্কা কি মদিনা,খুঁজিলেই মিলেনা, খুঁজিয়া দেখ আপন দিলেতে। দেখিলেই ছবি,পাগল হবি, দেখিলেই ছবি,পাগল হবি, কোনো নিষেধ মানবে না রে। ভবেরি ঘরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভবেরি ঘরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার আমার ছাড়ো,দমে জিকির করো, পাইলেও পাইতে পারো মাওলারে। মুর্শিদ রূপে নয়ন,দিয়াছে যে জন, গুরুরুপে নয়ন, দিয়াছে যে জন, তার মরনের ভয় কি আর আছে রে। ভবেরি ঘরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভবেরি ঘরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।...