রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা | শেষের কবিতা | অনন্ত প্রেম | শেষ কথা |গীতাঞ্জলি | Rabindranath Tagore's love poem
Table Of Contents রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর একজন সব্যসাচী লেখক।সাহিত্যের সকল শাখায় তার বিচরণ রয়েছে। ছোটগল্প, উপন্যাস, কবিতা, ছড়া রোমান্টিক প্রেমের কবিতা, দুঃখ,বিরহ সবকিছুতেই তার অবদান রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা অত্যন্ত রোমান্টিক। প্রেমের যথার্থ অনূভুতি অত্যন্ত নিখুতভাবে তোলে ধরেছেন। শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস।লেখা ও প্রকাশের দিক দিয়ে এটি ১০ তম উপন্যাস। শেষের কবিতা হলো রোমান্টিক উপন্যাস।এ উপন্যাসটি নবশিক্ষিত অভিজাত সমাজের অনূভুতি নিয়ে লেখা। শেষের কবিতা উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায়। গীতাঞ্জলি গীতাঞ্জলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। এতে ১৫৭ টি গীতিকবিতা রয়েছে.। কবিতাগুলোর মধ্যে বেশিরভাগই রবীন্দ্রনাথ নিজেই সুর করেছেন।১৯১০ সালে গীতাঞ্জলি প্রকাশিত হয়। ১৯১২ সালে সংস অফারিংস (songs offering) কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থেরর কবিতা তিনি অনুবাদ করে প্রকাশ করেন।এজন্য তিনি নোবেল পুরষ্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর—গীতাঞ্জলি বিশ্বকবি