কি সুন্দর এক গানের পাখি লিরিক্স | ki sundor ek ganer pakhi lyrics

কি সুন্দর এক গানের পাখি লিরিক্স,ki sundor ek ganer pakhi lyrics,ki sundor ek ganer pakhi song lyrics

কি সুন্দর এক গানের পাখি লিরিক্স

কি সুন্দর এক গানের পাখি একটি জনপ্রিয়  গান।গানটি সালাম সরকারের।বাংলা জনপ্রিয়  গানের মধ্যে অন্যতম এই গানটি।

গানঃকি সুন্দর এক গানের পাখি

শিল্পীঃ মারিয়া

কথাও সুরঃ বাউল আব্দুস সালাম সরকার

গল্প ও নির্দেশনাঃ ঈগল টিম

মিউজিকঃ অঙ্কুর মাহমুদ

প্রযোজনাঃকাছি আহমেদ

লেবেলঃ ঈগল মিউজিক

ki sundor ek ganer pakhi lyrics

ki sundor ek ganer pakhi lyrics by baul abdus salam sarkar.

Song: ki sundor ek ganer pakhi

singer: Maria

lyrics & tune: Baul Abdus Salam Sarkar

Story and direction: Eagle Team

Music: Ankur Mahamud

Produced by : kachi Ahmed

 Label: Eagle Music

ki sundor ek ganer pakhi song lyrics

কি সুন্দর এক গানের পাখি,

মন নিয়ে সে খেলা করে।

কি সুন্দর এক গানের পাখি,

মন নিয়ে সে খেলা করে।

দেখতে ভালো,গায় সে ভালো

আরো ভালো লুকাইতো তার অন্তরে।

কি সুন্দর এক গানের পাখি,

মন নিয়ে সে খেলা করে।।

কি সুন্দর এক গানের পাখি,

মন নিয়ে সে খেলা করে।।


পাখিটার চোখে আছে যাদু,

পাখিটার মুখে আছে মধু,

যখন তখন যারে পুইড়া মারে,

যখন তখন যারে পুইড়া মারে।

কি সুন্দর এক গানের পাখি,

মন নিয়ে সে খেলা করে।

কি সুন্দর এক গানের পাখি,

মন নিয়ে সে খেলা করে।


পাখিটারে দিতে হয় গানের বায়না,

এছাড়া সে কারো বাড়ি যেতে চায়না,

ভালোবাসা দিলে পাখি কত কি করে,

ভালোবাসা দিলে পাখি কত কি করে।

কি সুন্দর এক গানের পাখি,

মন নিয়ে সে খেলা করে।।


পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা,

বিনিময়ে পেয়েছি কত জ্বালা,

তবু সালাম পাখির লাইগা চিন্তা করে,

তবু মনে পাখির লাইগা চিন্তা করে।

কি সুন্দর এক গানের পাখি,

মন নিয়ে সে খেলা করে।

দেখতে ভালো,গায় সে ভালো,

আরো ভালো লুকায়িত তার অন্তরে।

কি সুন্দর এক গানের পাখি,

মন নিয়ে সে খেলা করে।।

tags: কি সুন্দর এক গানের পাখি লিরিক্স,ki sundor ek ganer pakhi lyrics,ki sundor ek ganer pakhi song lyrics

Comments

Popular posts from this blog

নামতা ১ থেকে ২০ pdf | ১ থেকে ২০এর নামতা | নামতা 1 থেকে 20 পর্যন্ত

১ থেকে ১০০ পর্যন্ত বানান | 1 থেকে 100 ইংরেজি বানান | আরবি সংখ্যা ১ থেকে ১০০

১ থেকে ২০ এর নামতা pdf | নামতা 1 থেকে 20 পর্যন্ত PDF | নামতা ১ থেকে ১০০ pdf | Namata 1 to 20 PDF | Namata 1 to 100 pdf