ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় | ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ১০৪০৪ , ১৫২১, ২২৫

ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ১০৪০৪, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ১৫২১, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ২২৫, ৪.৪১ এর বর্গমূল কত

    ভাগের সাহায্যে বর্গমূল  নির্ণয়

    আসসালামু আলাইকুম,প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি দেখাব কীভাবে ভাগের সাহায্যে বর্গমূল  নির্ণয়  করতে হয়।আশা করি এতে আপনাদের অনেক উপকারে আসবে।
    অঙ্কসংখ্যা
    আমরা জানি গনিতে মোট অঙ্কসংখ্যা ১০ টি। যথা: ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯।এই দশটি সংখ্যার মধ্যেই সবগুলো অংক হয়।
    বর্গসংখ্যা ঃ
    ১*১=১
    ২*২=৪
    ৩*৩=৯
    ৪*৪= ১৬
    ৫*৫=২৫
    ৬*৬=৩৬
    ৭*৭=৪৯
    ৮*৮=৬৪
    ৯*৯=৮১
    বর্গমূল হয় এমন সংখ্যাঃ
    যেসব সংখ্যার একক স্হানীয় অংকে ২,৩,৭ ও ৮ থাকে সেই সব সংখ্যার বর্গমূল  হয় না।
    যেমনঃ ৩৩২, ৫০৩,৪০১৭, ১০৩০৮
    আবার যেসব সংখ্যার একক স্হানীয়  অংকে ১,৪,৫,৬ ও ৯ থাকে এগুলোর  বর্গমূল  পূর্নসংখ্যা।
    যেমনঃ ৮১,৬৪,২৫,৩৬,৪৯.
    যেসব সংখ্যার শেষে ০ সংখ্যাটি জোড় থাকে সেগুলোর বর্গমূল  হয়।
    যেমনঃ ১০০,২৫০০, ১০০০০।

    ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ১০৪০৪

    প্রিয় বন্ধুরা এখন আমি দেখাব কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ১০৪০৪ 
    বের করা যায়।
    ১০৪০৪=১০২*১০২
    ১০২ কে ১০২ দ্বারা গুন করলে ১০৪০৪ হয়।সুতরাং১০৪০৪ কে ১০২ দ্বারা ভাগ করলে ১০২ পাওয়া যায়।তাই ১০৪০৪ এর বর্গমূল ১০২

    ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ১৫২১

    এবার আমরা দেখাব ভাগের সাহায্যে বর্গমূল  নির্ণয় ১৫২১ কিভাবে বের করতে হয়।
    ১৫২১=৩৯*৩৯
    এখানেও ১৫২১ সংখ্যাকে ৩৯ দিয়ে ভাগ করলে ভাগফল ৩৯ হবে।
    তাই ১৫২১ এর বর্গমূল  হবে ৩৯। 

    ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ২২৫

    এবারো আমরা একই নিয়মে দেখাব, ভাগের সাহায্যে বর্গমূল  নির্ণয় ২২৫ বের করার পদ্ধতি।
    ২২৫= ১৫*১৫
    এখানে ২২৫ এর বর্গমূল  হবে ১৫।

    ৪.৪১ এর বর্গমূল কত

    এবার আমরা ৪.৪১ এর বর্গমূল বের করব।
    ৪.৪১= ২.১*২.১
    সুতরাং ৪.৪১ এর বর্গমূল ২.১।
    এখানে সংখ্যাটি দশমিক হলেও  একই নিয়মে বের করতে হয়।আপনাদের বের করতে সমস্যা হলে দশমিক উঠিয়ে গুন করে, তারপর দশমিক বসালেই হবে।

    প্রিয় বন্ধুরা,এভাবেই আমরা ভাগের সাহায্যে খুব সহজেই ভাগের সাহায্যে বর্গমূল  নির্ণয় করতে পারব।

    tags: ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ১০৪০৪, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ১৫২১, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় ২২৫, ৪.৪১ এর বর্গমূল কত

    Comments

    Popular posts from this blog

    নামতা ১ থেকে ২০ pdf | ১ থেকে ২০এর নামতা | নামতা 1 থেকে 20 পর্যন্ত

    ১ থেকে ২০ এর নামতা pdf | নামতা 1 থেকে 20 পর্যন্ত PDF | নামতা ১ থেকে ১০০ pdf | Namata 1 to 20 PDF | Namata 1 to 100 pdf

    ১ থেকে ১০০ পর্যন্ত বানান | 1 থেকে 100 ইংরেজি বানান | আরবি সংখ্যা ১ থেকে ১০০