জেমসের বাবা গানের লিরিক্স | James Baba Song Lyrics
জেমসের বাবা গানের লিরিক্স
বাংলাদেশের একজন বিখ্যাত ব্যান্ড শিল্পী জেমস।জেমসের গান ছাড়া যেমন কোনো অনুষ্ঠান পূর্ণতা পায় না।বাবাকে নিয়ে তিনি অসাধারন একটি গান লিখেছেন।আজকের এই পোস্ট থেকে জেমসের বাবা গানের লিরিক্স জানতে পারবেন।
বাবা কত দিন দেখি না তোমায় লিরিক্স
বাবাকে নিয়ে জেমসের সেই বিখ্যাত গানটি হচ্ছে বাবা কত দিন দেখিনি তোমায়। পিতৃহারা কোনো ছেলের আর্তনাদ রয়েছে এই গানে।বাবার শূূন্যতা প্রকাশ পায় এই গানে।বাবা কত দিন দেখিনি তোমায় লিরিক্স জেনে আপনিও নিজের মতো গাওয়ার চেষ্টা করুন।
baba james lyrics
James's famous song about father is how long I haven't seen you. There is a cry of a fatherless son in this song. The emptiness of the father is revealed in this song.in this post you can know baba james lyrics.
baba koto din dekhini tmy
James is a famous Bangladeshi band artist. No such event is complete without James's song. He wrote a wonderful song about his father.today we will know you baba koto din dekini tumay. If you have lost your father, you are bound to cry when you hear the baba koto din dekini tumay
baba koto din lyrics
কথাঃ বাবা কত দিন দেখিনা তোমায়
শিল্পীঃ জেমস
ছেলে আমার বড় হবে
মাকে বলত সে কথা,
হবে মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাসের পাতায়।
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলত, ওরে খোকা
আমি যখন থাকবনা,
কি করবি রে বোকা।
এতো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক ঊর্ধ্বে,
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মতো,
কোথায় খোকা ওরে,বুকে আয়।
বাবা কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক
কোথায় আমার ওরে বুকে আয়।
চশমাটা তেমনি আছে,
আছে লাঠিও পাঞ্জাবি তোমার,
ইজি চেয়ারটা ও আছে,নেই সেখানে
অলস দেহ শুধু তোমার।
আজানের ধ্বনি আজও শুনি,
ভাঙ্গবেনা ভোরে ঘুম জানি।
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া
পবিত্র কোরআনের বাণী।
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মতো,
কোথায় খোকা ওরে,বুকে আয়।
বাবা কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক
কোথায় আমার ওরে বুকে আয়।
tags: জেমসের বাবা গানের লিরিক্স, বাবা কত দিন দেখি না তোমায় লিরিক্স, baba james lyrics, baba koto din lyrics, baba koto din dekhini tomay
Comments
Post a Comment