পাখির অজানা তথ্য | পাখির স্বভাব,বৈশিষ্ট্য | all kind of birds

ময়না পাখির ছবি, হুদহুদ পাখি, বক পাখি,ফিঙে পাখি,পরিযায়ী পাখি,পাখি ধরা পাখির নাম সহ ছবি,দোয়েল পাখির ছবি কোকিল পাখি,নীলকন্ঠ পাখি,ধনেশ পাখি হোমা পাখি,পাখি ধরা ফান,বিভিন্ন পাখির ছবি,পাখি পালন,টিয়া পাখির গান,সুন্দর পাখি,পাখির ফটো,পাপিয়া পাখি,বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষণ শালিক পাখির ছবি,কালিম পাখি,পাখি পাখি গান,বাংলার পাখি

    ময়না পাখির ছবি

    ময়না পাখি আমাদের খুব প্রিয় পাখি। ময়না পাখি আমরা তা পোষতে চাই। আপনি হয়তো ময়না পাখির ছবি ইন্টারনেটে সার্চ  দিচ্ছেন। আমরা  আপনাকে  দিচ্ছি  ময়না পাখির ছবি।এখান থেকে আপনি ময়না পাখির ছবি ডাউনলোড করে নিতে পারবেন

    হুদহুদ পাখি

    যে পাখিটিকে একবার দেখলে চোখ বুলিয়ে যায় সেই পাখিটির নাম হচ্ছে হুদহুদ পাখি।এটি বিদেশী পাখি। এই পাখি দৈর্ঘ্যে ২৫-৩২সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে. এর ডানা ও লেজে সাদা কালো দাগ থাকে।মাথায় একটি সু্ন্দর ঝুটি থাকে

    বক পাখি

    বক পাখি হচ্ছে জলাভূমিতে বিচরণকারী পাখি। পৃথিবীতে এর ৮টি প্রজাতি থাকলেও বাংলাদেশের প্রজাতির সংখ্যা হচ্ছে পাঁচটি। এটি সাদা রঙ্গের এবং তাকে দেখতে ইংরেজি  S অক্ষরের মতো।এর গলা লম্বা এবং ঠোট চোখা।ঠোট দিয়ে এটি শিকার ধরে। এটি কীটপতঙ্গও ছোট সরিসৃপ প্রাণী  খায়।

    ফিঙে পাখি

    গ্রামাঞ্চলে পরিচিত  হচ্ছে  ফিঙে পাখি। এটি  মানুষের পাশাপাশি থাকে। বিশেষকরে গবাদিপশু যখন মাঠে ঘাস খায় তখন এটি গরুর পিঠে বসে ফড়িং,কীটপতঙ্গ, উইপোকা খায়। তাছাড়া কৃষক যখন হাল চাষ করে তখন এটি কৃষকের পিছে পিছে থাকে।এদের বড় শত্রু হলো কাক ও চিল।

    পরিযায়ী পাখি

    যেসব পাখি পরিযানে অংশ নেয় তাদেরকে পরিযায়ী পাখি বলা হয়। পরিযায়ী পাখি সাধারণত এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়। প্রতিবছর কোন না কোন ঋতুতে এক দেশ থেকে অন্য দেশে কিছু পাখি চে আসে,এদেরকে পরিযায়ী পাখি বলা হয়।এরা দল বেধে ঘুরে বেড়ায়।পৃথিবীতে ১০০০০ প্রজাতির পাখির  মধ্যে ১৮৫৫ প্রজাতি হলো পরিযায়ী পাখি

    পাখি ধরা

    আপনি যদি পাখি ধরা শিখতে চান তাহলে আপনাকে কিছু বিশেষ কৌশল জানতে হবে। প্রথম কৌশল হচ্ছে, আপনি এক কাজ করতে পারেন দুদিকে দুটি নেট রাখতে পারেন। তার মাঝখানে খাবার দিয়ে রাখবেন। যখন পাখি খাবার খেতে আসবে আপনি লুকিয়ে রাখবেন এবং সেখানে জালগুলো এর উপরে ফেলে দিন। তাহলে পাখি ধরতে পারবেন। তাছাড়া দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে যে আপনি একটু ডালের মধ্যে আঠা এবং এর সাথে কিছু খাবার রাখবেন।যখন পাখি খাবার খেতে আসবে তার মধ্যে আটকে যাবে।

    দোয়েল পাখির ছবি

    দোয়েল পাখি আমাদের খুব প্রিয় পাখি।দোয়েল আমাদের জাতীয় পাখি। আপনি হয়তো দোয়েল পাখির ছবি ইন্টারনেটে সার্চ  দিচ্ছেন। আমরা  আপনাকে  দিচ্ছি দোয়েল পাখির ছবি।এখান থেকে আপনি দোয়েল পাখির ছবি ডাউনলোড করে নিতে পারবেন।

    কোকিল পাখি

    কোকিল কে বলা হয় সুসময়ের বন্ধু। কারণ কোকিল পাখিরা সাধারণত বসন্তকাল আসলেই আছে। তাদেরকে সুসময়ের বন্ধু বলা হয় কারন বসন্তকাল শেষ হলে চলে যায়। কোকিল পাখি কালো রঙ্গের দেখতে হলেও দেখতে তো ভারি মিষ্টি। কোকিল পাখির কুহু কুহু ডাক কার না ভালো লাগে।তাছাড়া কোকিল পাখির বিশেষত্ব হচ্ছে  এরা কাকের বাসায় ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়।

    নীলকন্ঠ পাখি

    নীলকন্ঠ পাখির মাথার উপরে  কিছুটা নীল এবং পালকের নিচে নীল রঙ থাকে।তাই এদেরকে নীলকণ্ঠ পাখি বলা হয়। নীলকণ্ঠ পাখি দেখতে অনেকটা কলার মোচার মতো।এটি কীটপতঙ্গ, ব্যাঙ,সাপ,গিরগিটি ইত্যাদি খায়।

    ধনেশ পাখি

    ধনেশ পাখি লম্বা,শক্ত ঠোটওয়ালা পাখি হিসেবে পরিচিত। ধনেশ পাখি গাছের কোটরে ডিম পাড়ে। স্ত্রী  ধনেশ ডিমে তা দেয় এবং পুরুষ ধনেশ খাবার সংগ্রহ  করে তাদের বিশেষত্ব হচ্ছে যে তাদের যাবতীয় কাজ যেমনঃ খাবার সংগ্রহ করা,শত্রুর মোকাবেলা সব কিছু কাজ  ঠোট দিয়ে করে থাকে।

    হোমা পাখি

    আপনি যদি জানতে চান কোন পাখি উড়তে উড়তে ডিম পারে তাহলে এক কথায় সেই পাখিটির নাম হচ্ছে হোমা পাখি। হোমা পাখি হলো বিদেশি পাখি।তবে এ পাখির একটি বিশেষত্ব হচ্ছে এই যে পাখিটি আকাশে উড়ে  থাকা অবস্হায় ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে বাচ্চা বের হয়।

    পাখি ধরা ফান

    আপনি যদি পাখি ধরতে চান তাহলে পাখি ধরার ফান জানতে হবে।

    কৌশল  ০১ঃ আপনি এক কাজ করতে পারেন দুদিকে দুটি নেট রাখতে পারেন। তার মাঝখানে খাবার দিয়ে রাখবেন। যখন পাখি খাবার খেতে আসবে আপনি লুকিয়ে রাখবেন এবং সেখানে জালগুলো এর উপরে ফেলে দিন। তাহলে পাখি ধরতে পারবেন।

    কৌশল ০২ঃ  আপনি একটু ডালের মধ্যে আঠা এবং এর সাথে কিছু খাবার রাখবেন।যখন পাখি ৎাবার খেতে আসবে তার মধ্যে আটকে যাবে।

    বিভিন্ন পাখির ছবি

    পৃথিবীতে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। কিছু পাখি আমরা  পোষতে চাই। আপনি হয়তো  পাখির ছবি ইন্টারনেটে সার্চ  দিচ্ছেন। আমরা  আপনাকে  দিচ্ছি বিভিন্ন পাখির ছবি।এখান থেকে আপনি  পাখির ছবি ডাউনলোড করে নিতে পারবেন

    পাখি পালন

    আমি যদি পাখি পালন করতে চান তাহলে আপনাকে একটি বিশেষ নিয়ম জানতে হবে বা পালন করতে হবে। প্রথম কথা হচ্ছে  আপনি কোন ধরনের পাখি পালন করবেন তা আগে নির্বাচন করতে হবে এবং সে অনুযায়ী আপনার খামার তৈরি করতে হবে। খামার তৈরি করতে আপনি একটা লক্ষ্য রাখতে হবে যেন উন্মুক্ত এবং খোলামেলা জায়গায় হয়। তাছাড়া আপনি যে পাখি পালন করবেন,

    টিয়া পাখির গান

    টিয়া পাখির গান শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন।হ্যা টিয়া পাখি গান গাইতে পারে। কারণটা হচ্ছে টিয়া পাখি মানুষের মত কথা বলতে পারে।তাই আমরা চাইলে টিয়া পাখিকে গান শিখাতে পারি এবং টিয়া পাখির মুখে গান শুনতে আমাদের ভালোই লাগে।

    সুন্দর পাখি

    পৃথিবীতে সব পাখি সুন্দর হলেও সুন্দর পাখি বলতে আমরা একটি বিশেষ ধরনের পাখি বুঝে থাকি এবং সেই পাখি হচ্ছে  আমাদের দেশীয় ময়ূর পাখি। ময়ূর পাখিকে বর্ষার রানী বলা হয় কারণ বর্ষার সময় ময়ূর পাখির প্রজনন এর উপযুক্ত সময়। স্ত্রী  ময়ূর পাখিকে আকর্ষণ জাগানোর জন্য পুরুষ ময়ূর পাখি পেঙ্খম তোলে। 

    পাখির ফটো

    পাখি আমাদের খুব প্রিয়। আমরা পাখি পোষতে চাই। আপনি হয়তো পাখির ফটো ইন্টারনেটে সার্চ  দিচ্ছেন। আমরা  আপনাকে  দিচ্ছি বিভিন্ন পাখির ফটো।এখান থেকে আপনি পাখির ফটো ডাউনলোড করে নিতে পারবেন।

    পাপিয়া পাখি

    পাপিয়া পাখি হলো কোকিল প্রজাতির চাতক পাখি।এই পাখি দেখতে সুন্দর। ৩৩গ্রাম দৈর্ঘ্য এবং 65 গ্রাম ওজনের একটি ঝুটিওয়ালা পাখি। এটি ঝোপে ঝাড়ে খাবার খায়। উইপোকা,পিপড়া ইত্যাদি খাবার খায়।

    শালিক পাখির ছবি

    শালিক পাখি আমাদের খুব প্রিয় পাখি। শালিক পাখি আমরা তা পোষতে চাই। আপনি হয়তো শালিক পাখির ছবি ইন্টারনেটে সার্চ  দিচ্ছেন। আমরা  আপনাকে  দিচ্ছি শালিক পাখির ছবি।এখান থেকে আপনি শালিক পাখির ছবি ডাউনলোড করে নিতে পারবেন

    কালিম পাখি

    অনেকের ধারণা কালিম পাখি মনে হয় অতিথি পাখি। তবে না কালিম পাখি দেশীয় জলচর পাখি।এটি সাধারনত ৩-৬ নটি ডিম দিয়ে তাকে। এরা লম্বায় 45 থেকে 55 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।কালিম পাখি দলবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে।একবার পোষ মানলে আর উড়ে যায় না।

    বাংলার পাখি

    বাংলা সৌন্দর্যকে বাংলার পাখি যেমন অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। পাখির কলকাকলিতে আমাদের বাংলার মানুষের ঘুম ভেঙ্গে উঠে। পাখির মিষ্টি মধুর সুরে মোহিত করে ফেলে। বাংলার পাখি এই জন্য অন্যতম। বাংলায় 477 ধরনের প্রজাতির পাখি রয়েছে।এদের অনেক পাখি আমরা পালন করে থাকি।যেমন, ময়না,টিয়া,শালিক,তোতা।আবার কিছু পাখি আমাদের বাড়িতেই বাসা বাধে।সব মিলিয়ে বাংলার পাখি অতুলনীয়।

    tags:ময়না পাখির ছবি, হুদহুদ পাখি, বক পাখি,ফিঙে পাখি,পরিযায়ী পাখি,পাখি ধরা পাখির নাম সহ ছবি,দোয়েল পাখির ছবি কোকিল পাখি,নীলকন্ঠ পাখি,ধনেশ পাখি হোমা পাখি,পাখি ধরা ফান,বিভিন্ন পাখির ছবি,পাখি পালন,টিয়া পাখির গান,সুন্দর পাখি,পাখির ফটো,পাপিয়া পাখি,বাজরিগার পাখির ডিম পাড়ার লক্ষণ শালিক পাখির ছবি,কালিম পাখি,পাখি পাখি গান,বাংলার পাখি

    Comments

    Popular posts from this blog

    নামতা ১ থেকে ২০ pdf | ১ থেকে ২০এর নামতা | নামতা 1 থেকে 20 পর্যন্ত

    ১ থেকে ২০ এর নামতা pdf | নামতা 1 থেকে 20 পর্যন্ত PDF | নামতা ১ থেকে ১০০ pdf | Namata 1 to 20 PDF | Namata 1 to 100 pdf

    ১ থেকে ১০০ পর্যন্ত বানান | 1 থেকে 100 ইংরেজি বানান | আরবি সংখ্যা ১ থেকে ১০০