বিভিন্ন ধরনের পাখি | পাখির স্বভাব,বৈশিষ্ট্য,খাদ্যাভাস,দাম | all kind of birds |

পাখি, পাখির ছবি , টিয়া পাখি , টুনটুনি পাখি,শালিক পাখি, বুলবুল পাখি, বাবুই পাখি,বাজরিগার পাখি, ঘুঘু পাখি, চাতক পাখি, চড়ুই পাখি, পাখির নাম , ময়ূর পাখি, ডাহুক পাখির ডাক , বাবুই পাখির বাসা,পাখির পিকচার, টিয়া পাখির ডাক, টিয়া পাখির দাম, পাখির ফাঁদ,  আলপিন সুইট পাখি

    পাখি

    Birds are roaming all over theworld. Who doesn't like the chirping of birds. You can learn about the names and characteristics of different colorful birds through this post.

    সারা পৃথিবীতে পাখি বিচরণ করছে।পাখির কলকাকলি কার না ভালো লাগে।পাখির বিভিন্ন প্রকার নাম বৈশিষ্ট্য বাসস্থান ইত্যাদি নিয়ে আমাদের এই আয়োজন। আপনারা এই পোষ্টের মাধ্যমে রংবেরঙের বিভিন্ন পাখির নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে  পারবেন।  

    পাখির ছবি

    আমরা অনেকেই বিভিন্ন রংবেরঙের পাখির ছবি ইন্টারনেটে সার্চ দিয়ে থাকি। আমরা আপনাদেরকে দিচ্ছি বিভিন্ন প্রকার পাখির ছবি।এখান থেকে আপনি বিভিন্ন প্রকার পাখির ছবি  ডাউনলোড করে নিতে পারবেন। 

    টিয়া পাখি

    টিয়া পাখি সবচেয়ে সুন্দর সুদর্শন পাখি। টিয়া পাখি খুব সহজেই পোষ মানে, মানুষের মত কথা বলতে পারে। টিয়া পাখির সারা দেহটা সবুজ শুধুমাত্র সামান্য কয়েকটি  পালক ছাড়া।পাখির ঠোঁট লাল নিচের দিকে বাঁকানো থাকে। তাছাড়া টিয়া পাখির চোখ হল হলদে সাদা।

    টুনটুনি পাখি

    টুনটুনি পাখি হচ্ছে দর্জি পাখি।টুনটুনি  পাখি গাছের পাতা মোড়িয়ে ঠোট দিয়ে সেলাই করে বাসা তৈরি করে।টুনটুনি পাখির বুক ও পেট সাদা রঙ্গের থাকে। তাছাড়া তাদের চোখের মনি থাকে পাকা মরিচের মত।টুনটুনি পাখির লেজ খাড়া এবং  কালচে রঙের দাগ থাকে।

    শালিক পাখি

    শালিক পাখি চেনে না এমন মানুষ হয়তো নেই। কারণ শালিক পাখি আমাদের চারপাশে সব সময় ঘুরে বেড়ায়। কিন্তু কোনটি কোন শালিক আমরা চিনিই না। বিভিন্ন রকমের শালিক যেমন ভাত শালিক,গাঙ শালিক প্রভৃতি পৃথিবীতে আছে। শালিক পাখির দেহের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বাদামি রং। মাথার উপরের অংশ এবং নিজের উপরই অংশ রয়েছে কালো রং। শালিক পাখির মাথায় কোন ঝুটিথাকে না। শালিক পাখির চোখ বাদামি বা লালচে বাদামি থাকে এবং শালিক পাখির ঠোট হলুদ।

    বুলবুল পাখি

    আমরা অনেকেই বুলবুল পাখি চিনিনা। তাই আমরা আপনাদেরকে এই পোষ্টের মাধ্যমে জানিয়ে দিব বুলবুল পাখির কিছু স্বভাব ও বৈশিষ্ট্য। যা থেকে আপনি সহজেই বুলবুল পাখি পারবেন।বুলবুল পাখির পা ও  পায়ের পাতা সামান্য বেগুনি কালো।মুখের ভেতর ধূসর বেগুনি হলদে মেশানো।  স্ত্রী ও পুরুষ বুলবুল দেখতে প্রায় একই রকম। অপ্রাপ্তবয়স্ক বুলবুল দেখতে অনেকটা হালকা।

    বাবুই পাখি

    আমাদের দেশের একটি অতি পরিচিত পাখি বাবুই পাখি। আমরা সবাই বাবুই পাখিকে চিনে থাকি। বাবুই পাখি সাধারণত খেজুর গাছ, তাল গাছে বাসা বেঁধে থাকে।দেখতে অনেকটা উল্টানো কলসির মতো।
    আমাদের অতি পরিচিত এবং কাছের পাখি হলো বাবুই পাখি।এরা মানুষের কাছাকাছি অবস্থান করে। এরা খড়কুটো দিয়ে বাসা তৈরি করে তার পর পেট দিয়ে ঘষে বাসাটিকে পালিশ করে। বাবুই পাখির নিচের দিকে দুটি ছিদ্র থাকলেও ডিম পাড়ার সময় একটি ছিদ্র বন্ধ করে দেয়। বাবুই পাখি মাটি থেকে উপরে মানুষের হাতের নাগালের বাহিরে বাসা তৈরি করে।

    বাজরিগার পাখি

    বাজরিকার পাখি বিদেশি পাখি হলেও এটি একটি  পোষ্য পাখি। একটি পূর্ণবয়স্ক বাজারিগার  পুরুষ পাখির নাকের দুই পাশে নীল রংয়ের ঝিল্লি থাকলেও একটি পূর্ণবয়স্ক বাজরিগার স্ত্রী  পাখির নাকের দুই পাশে বাদামি রংয়ের ঝিল্লি থাকে। বাজরিগার পাখি সাধারণত ৮ থেকে ১৩টি ডিম পাড়ে থাকে এবং এদের ডিম ফুটাতে প্রায় 18 দিন সময় লেগে থাকে। একটি বাজারিকার পাখির ঘর আয়ু  চার থেকে পাঁচ বছর কিন্তু একটি খাচায় পালন করা পাখির গড় আয়ু 10 থেকে ১২ বছর।

    ঘুঘু পাখি

    ঘুঘু পাখি খুবই সহজলভ্য হওয়ায় বিভিন্ন প্রজাতি রয়েছে। সারা পৃথিবীতেই এদের বিচরণ রয়েছে।এর ঠোট কালচে,চোখের পাতা লাল।ছেলে ও  মেয়ে ঘুঘু পাখি অভিন্ন।ঘুঘু পাখি জোড়া বেধে হেটে শস্যদানা খায়।

    চাতক পাখি

    চাতক পাখির আরেক নাম হচ্ছে আবাবিল পাখি। এরা সুমিষ্ট গলার গানের পাখি। এরা প্রায় দৈনিক ১২ ঘণ্টার মধ্যে ১১ঘন্টা উড়ে  থাকে। মেঘ দেখলে এরা প্রচুর আনন্দ করে।চাতক পাখি  উড়ে শস্যদানা  পোকা খায়।চাতক  পাখি অন্যান্য  পাখির মতো ডালে বসে না।

    চড়ুই পাখি

    চড়ুই পাখি হচ্ছে আমাদের একটি অতি পরিচিত পাখি। পৃথিবীতে মোট 48 প্রজাতির চড়ুই পাখি রয়েছে। তন্মধ্যে গৃহস্থালি চড়ুই পাখি সবচেয়ে জনপ্রিয়। কারন এরা  মানুষের  পাশেই বসবাস করে।চড়ুই পাখি বাড়ির ছাদে,ভেন্টিলেটারে
    ঝোপে ঝাড়ে,নদীর ধারে বাসা বাধে।চড়ুই পাখি লাফিয়ে লাফিয়ে চলে।এরা দৈঘ্যে  ১৫ সেন্টিমিটার এবং ওজন প্রায় ২০ গ্রাম।ঘাসের মধ্যে এরা পোকা খোজে।

    পাখির নাম

    পৃথিবীতে হাজারো রকমের পাখি রয়েছে। একেক রকমের পাখির একেক রকম নাম স্বভাব বাসস্হান  আলাদা আলাদা রয়েছে। পৃথিবীতে কিছু-কিছু পোষা পাখি। ময়না টিয়া পাখি কথা বলতে পারে।তাছাড়া পাখির নাম ইংরেজিতে হচ্ছে  bird. কিন্তু একেক পাখির নাম একেকটা।যেমন ময়না,টিয়া,বুলবুলি,চড়ুই,বাজপাখি,তোতা,শালিক ইত্যাদি

    ময়ূর পাখি

    পৃথিবীতে বিভিন্ন প্রকার ময়ূর থাকলেও বাংলাদেশের ময়ূর  পাখিবিলুপ্ত। সাদা ময়ূর সবুজ ময়ূর, নীল ময়ূর  বিভিন্ন প্রকার বাচ্চাগুলো হুবহু ময়ুরের মতোই হয়। ময়ূর পাখি কীটপতঙ্গ, বীজের খোসা,ফলমূল ইত্যাদি খায়।ময়ূর পাখি বনে বাস করে।এরা গর্তে থাকে।স্ত্রী  ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে।একারনেই ময়ূর পাখি বিখ্যাত।

    ডাহুক পাখির ডাক

    আপনি হয়তো ডাহুক পাখি চিনে থাকেন।কিন্তু ডাহুক পাখি কিভাবে ডাকে তা জানেন না। আমরা এ পোস্টের মধ্যে আপনাকে জানিয়ে দেবো ডাহুক পাখির ডাক । কুকু,, কুুক কুক কুুক করে ডাহুক পাখি ডাকে।

    বাবুই পাখির বাসা

    বাবুই পাখি সাধারণত তাল গাছ, নারকেল গাছ ও খেজুর গাছে বাসা বাঁধে থেকে। বাবুই পাখির বাসা দেখতে অনেকটা উল্টানো কলসির মত।এরা খড়কুটো দিয়ে বাসা তৈরি করে।বাবুই পাখির বাসা  এর নিচের দিকে দুটি ছিদ্র থাকলেও ডিম পাড়ার সময় একটি ছিদ্র বন্ধ করে দেয়।এরা মাটি থেকে কিছুটা উপরে মানুষের  হাতের নাগালের বাহিরে বাসা তৈরি করে।

    পাখির পিকচার

    আমরা অনেকেই বিভিন্ন  পাখির পিকচার  ইন্টারনেটে সার্চ দিয়ে থাকি। আমরা আপনাদেরকে দিচ্ছি বিভিন্ন প্রকার পাখির পিকচার।এখান থেকে আপনি বিভিন্ন প্রকার পাখির পিকচার    ডাউনলোড করে  প্রিয়জনকে পাঠাতে পারবেন। 

    টিয়া পাখির ডাক

    আপনি হয়তো টিয়া পাখি চিনে থাকেন।কিন্তু টিয়া পাখি কিভাবে ডাকে তা জানেন না। আমরা এ পোস্টের মধ্যে আপনাকে জানিয়ে দেবো টিয়া পাখির ডাক।  
    টিয়া পাখি আমাদের অতি পরিচিত পোষা পাখি।টিয়া পাখি মানুষের মতো কথা বলতে পারে।টিয়া চিউ চিক চিক করে ডাকে।

    টিয়া পাখির দাম

    টিয়া পাখি   একটি অতি পরিচিত পাখি।এরা পোষা পাখি।টিয়া পাখি মানুষের মতো কথা বলতে পারায় টিয়া পাখির দাম  একটু বেশি।আমরা এি পোস্টের মাধ্যমে জানাবো টিয়া পাখির দাম
    বর্তমানে এক জোড়া বাচ্চা টিয়া পাখি 500 থেকে 700 টাকায় এবং একজোড়া পূর্ণবয়স্ক টিয়া পাখি 700 থেকে 1200 টাকায় পেতে পারেন।তবে স্হানভেদে একটু কম বেশি হতে পারে।

    পাখির ফাঁদ

    আমরা অনেকেই পাখি শিকার করে থাকি।  কিন্তু পাখি শিকার করতে কিভাবে পাখির ফাঁদ তৈরি করতে হবে তা জানি না। আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো পাখির ফাঁদ তৈরি করার নিয়ম।আপনি চারিদিকে জাল  রাখতে পারেন। তার পাশে পাখির কিছু খাবার রাখবেন। তারপর যখন পাখি এখানে এসে খাবার খাবে তখন আপনার লক্ষ্য দেখে জালগুলো পাখির উপরে ফেলে দেবেন। তাহলে াপনি আটকাতে পারবেন। তাছাড়া আপনি আরেকটি পদ্ধতি আটকাতে পারেন, আপনি আঠা জাতীয়  কিছু রেখে তার উপর খাবার রাখলে, পাখি খাবার খেতে এসে আটকে যাবে।তবে অবশ্যই আপনি লুকিয়ে থাকতে হবে।

    আলপিন সুইট পাখি

    আলপিন সুইট পাখি হচ্ছে এমন একটি পাখি যে পাখিরা প্রায় দশ মাস আকাশে উড়ে কম থাকতে পারে। এরা আকাশে উড়ে আকাশে খায় এবং ঘুমায়।আলপিন সুইট পাখি প্রায় টানা তিনমাস উড়তে পারে।খেচর পাখিদের মধ্যে  এরাই অন্যতম।

    tags:পাখি, পাখির ছবি , টিয়া পাখি , টুনটুনি পাখি,শালিক পাখি, বুলবুল পাখি, বাবুই পাখি,বাজরিগার পাখি, ঘুঘু পাখি, চাতক পাখি, চড়ুই পাখি, পাখির নাম , ময়ূর পাখি, ডাহুক পাখির ডাক , বাবুই পাখির বাসা,পাখির পিকচার, টিয়া পাখির ডাক, টিয়া পাখির দাম, পাখির ফাঁদ,  আলপিন সুইট পাখি 

    Comments

    Popular posts from this blog

    নামতা ১ থেকে ২০ pdf | ১ থেকে ২০এর নামতা | নামতা 1 থেকে 20 পর্যন্ত

    ১ থেকে ২০ এর নামতা pdf | নামতা 1 থেকে 20 পর্যন্ত PDF | নামতা ১ থেকে ১০০ pdf | Namata 1 to 20 PDF | Namata 1 to 100 pdf

    ১ থেকে ১০০ পর্যন্ত বানান | 1 থেকে 100 ইংরেজি বানান | আরবি সংখ্যা ১ থেকে ১০০