সিলেটের নামকরন যেভাবে হল | সিলেট নামের উৎস | How Sylhet was named
sylhet
আসসালামু আলাইকুম,
প্রিয় পাঠক বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন । প্রিয় বন্ধুরা আমরা আজ আলোচনা করব বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বৃহত্তর সিলেটের নামকরা নিয়ে । "সিলেট" নামকরণ নিয়ে মানুষের মনে অনেক জল্পনা-কল্পনা । আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব সিলেট নামের উৎস নিয়ে ।
সিলেটির নামকরন নিয়ে নানা মত।
বাংলাদেশের ২য় লন্ডন নামে আখ্যায়িত নগরী সিলেটি।বাংলাদেশেরর একটি বিভাগীয় শহর।তবে এর নামকরন নিয়ে রয়েছে নানা মানুষের নানা মত।বিস্তারিত জানতে সম্পূর্ণ পোষ্ট ভালোভাবে পড়তে হবে ।
sylhet bangladesh | volagonj sylhet
বাংলাদেশের একটি অন্যতম ব্যস্ত শহর সিলেট।যার আয়তন ৪১.৮৫বর্গ কি.মি মানে ১৬.১৬ বর্গমাইল।২০১১ এর আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা ৫,৩১,৬৬৩।বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষার মতো সিলেটের ও রয়েছে আঞ্চলিক ভাষা।যার নাম সিলটি ভাষা।তাছাড়া সিলেটের রয়েছে নিজস্ব "নাগরী বর্নমালা" যা অন্য কারোর নেই।তবে এই সিলেটের নামকরন নিয়ে রয়েছে নানা মত।
কেউ কেউ মনে করেন হিন্দুদের পুরান অনুযায়ী এর নামকরন করা হয়েছে।উল্লেখ্য যে আগেকার সময় সিলেটকে শ্রীহট্ট নামে ডাকা হতো।আর সে অনুযায়ী তাদের এই মত
sylhet city | sylhet time
তৎকালীন গৌড় ( শ্রীহট্ট) রাজা কতৃক পূজিত হাটকেশ্বরী থেকে সিলেটের নামকরন বলেও অনেকে মনে করেন।আবার অনেকের মতে, হযরত শাহজালাল সিলেটের আগমনের খবর শুনে তৎকালীন গৌড় রাজা গৌর গোবিন্দ সিলেটের সীমান্তে তার অলৌকিক শক্তি দ্বারা পাথর দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। শাহজালাল ও তার অলৌকিক ক্ষমতার দ্বারা " সিলহেট " বলতেই প্রতিবন্ধকতা দূর হয়ে যায়।সেই সিলহেট থেকেই সিলেটের নামকরন।অতীতের ইতিহাসে এর নাম শ্রীহট্ট থাকলেও ভারতের নতি পত্রে সিলহেট নামটি পাওয়া যায়।
tea garden sylhet | sylhet volagonj
অনেক বাংলা যুক্তশব্দের মাধ্যমে গঠিত শ্রীহট্ট থেকে বিবর্তনের মাধ্যমে সিলহেট এবং সিলহেট থেকে বর্তমান সিলেট,এই আখ্যাই অধিক যুক্তিযুক্ত মনে হয়।প্রিয় দর্শক, সিলেটের এই অসংখ্য মতামতের মধ্যে কোনমতটি আপনার অধিক যৌক্তিক বলে মনে হয়।তাছাড়া সিলেট সম্পর্কে আরও অজানা তথ্য জানতে চাইলে আমাদের সাথে থাকবেন।
tags: sylhet, sylhet bangladesh, sylhet time, sylhet city, tea garden sylhet, volagonj sylhet, sylhet shahjalal, sylhet volagonj
Comments
Post a Comment