মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় ৫২৯, ১১০২৫, ১৬৯

মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কর ৫২৯,  মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল নির্ণয় ১১০২৫, মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল নির্ণয় ১৬৯, মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল নির্ণয় কর ১৬৯

    মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল  নির্ণয়

    আসসালামু আলাইকুম,প্রিয় বন্ধুরা কেমন আছেন।আশা করি ভালো আছেন।আমরা সবাই জানি, শিক্ষাই জাতির মেরুদন্ড।তাই আমাদের জ্ঞান অন্বেষণ  প্রয়োজন। করোনা ভাইরাসের কারনে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার ব্যাঘাত  হচ্ছে।বিশেষ করে প্রাথমিক  বিদ্যালয় বা কিন্ডারগার্টেন  এর কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার বাহিরে।আর এই এই বিষয়গুলা তাদের পাঠ্যবইয়ের  অন্তর্ভুক্ত। তাই  আমরা চাইলে তাদেরকে বাড়িতে থেকে এই সব খুটিনাটি বিষয়  আয়ত্ব করাতে পারি।যা তাদের বাস্তব জীবনে অনেক উপকারে  আসবে।প্রিয় বন্ধুরা,আজকে  আমরা দেখাব কিভাবে মৌলিক গুণনীয়কের  সাহায্যে  বর্গমূল  নির্ণয় করতে হয়।আশাকরি আপনাদের অনেক উপকারে আসবে।
    গুণনীয়ক
    কোনো সংখ্যাকে  যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই হলো কোনো সংখ্যার গুণনীয়ক।
    মৌলিক সংখ্যা
    যে সংখ্যাকে  ১ এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায়,তাকে মৌলিক সংখ্যা বলে।


    মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল  নির্ণয় করতে হলে প্রথমে  সংখ্যাটির গুননীয়ক বের করতে হবে।তারপর এদের মৌলিক সংখ্যা বের করে প্রতি সমজাতীয়  জোড়া থেকে একটি সংখ্যা নিতে হবে।উপরোক্ত নিয়ম অনুসরন করলে খুব সহজেই আমরা মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারব।

    মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কর ৫২৯

    প্রিয়,বন্ধুরা,উপরোক্ত নিয়ম অনুসরন করে আমরা খুব সহজেই মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল নির্ণয় ৫২৯ বের করতে 
    পারব।।চলুন শুরু করা যাক।
    ৫২৯÷২৩=২৩
     ৫২৯ কে ২৩ দ্বারা নিঃশেষে ভাগ করা যায়।
    ৫২৯=২৩*২৩
    এখানে ২৩ সংখ্যাটির একটি মাত্র জোড়া রয়েছে।
    সুতরাং ৫২৯ এর বর্গমূল হলো ২৩।

    মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় ১১০২৫

    ১১০২৫÷৩=৩৬৭৫
    ৩৬৭৫÷৩=১২২৫
    ১২২৫÷৫=২৪৫
    ২৪৫÷৫=৪৯
    ৪৯÷৭=৭

    ১১০২৫=৩*৩  *৫*৫  *৭*৭
    এখানে প্রতিটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে গুন করে পাই,
    ৩*৫*৭=১০৫
    সুতরাং ১১০২৫ এর বর্গমূল  হলো ১০৫।

    মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় ১৬৯

    প্রিয় বন্ধুরা,এবার আমরা দেখাব কিভাবে 
    মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল
    নির্ণয় ১৬৯   বের করা যায়।আমরা উপরের সংখ্যায় যে পদ্ধতি ব্যবহার করেছি 
    ঠিক একই পদ্ধতি  ব্যবহার করে আমরা খুব সহজেই মৌলিক গুণনীয়কের
    সাহায্যে বর্গমূল নির্নয়  করতে পারব।

    মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কর ১৬৯

    ১৬৯÷১৩=১৩
    এখানে ১৬৯ সংখ্যাটিকে শুধুমাত্র ১৩ দ্বারা ভাগ করা যায় এবং ১৩ হচ্ছে মৌলিক সংখ্যা।
    ১৬৯=১৩*১৩
    এখানে একটি মাত্র জোড়া রয়েছে।সেখান থেকে  একটি সংখ্যা নিলে পাওয়া যায় ১৩।
    সুতরাং ১৬৯ এর বর্গমূল  হলো ১৩।

    প্রিয় ব্ন্ধুরা, এভাবেই আপনারা যেকোনো সংখ্যার মৌলিক গুণনীয়কের  সাহায্যে 
    বর্গমূল নির্ণয় করতে পারব

    tags:  মৌলিক গুণনীয়কের  সাহায্যে
    বর্গমূল নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কর ৫২৯,  
    মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল নির্ণয় ১১০২৫, মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল নির্ণয় ১৬৯, মৌলিক গুণনীয়কের  সাহায্যে বর্গমূল নির্ণয় কর ১৬৯

    Comments

    Popular posts from this blog

    নামতা ১ থেকে ২০ pdf | ১ থেকে ২০এর নামতা | নামতা 1 থেকে 20 পর্যন্ত

    ১ থেকে ২০ এর নামতা pdf | নামতা 1 থেকে 20 পর্যন্ত PDF | নামতা ১ থেকে ১০০ pdf | Namata 1 to 20 PDF | Namata 1 to 100 pdf

    ১ থেকে ১০০ পর্যন্ত বানান | 1 থেকে 100 ইংরেজি বানান | আরবি সংখ্যা ১ থেকে ১০০